ইতালি ও জার্মানীর বিপক্ষে আসন্ন নেশন্স লিগের দুটি ম্যাচে খেলা হচ্ছেনা ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের মিডফিল্ডার কালভিন ফিলিপসের। কাঁধের ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। শঙ্কায় আছেন নভেম্বরে বিশ্বকাপে খেলা নিয়েও।
গ্রীষ্মে লিডস ইউনাইটেড থেকে ইতিহাদে আসার পর থেকেই ইনজুরির সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী ফিলিপস। সিটির হয়ে তিনটি ম্যাচে তিনি মাত্র ১৪ মিনিট মাঠে ছিলেন। ফিলিপসের হয়তো অস্ত্রোপচারের টেবিলে বসতে হতে পারে। আর শেষ পর্যন্ত সেটা হলে আসন্ন বিশ্বকাপে তার খেলা হুমকির মুখে পড়বে।
ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিলিপস। ২০২০ সালে জাতীয় দলে তার অভিষেক হয়। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। পেনাল্টি শ্যুট আউটে গ্যারেথ সাউথগেটের দল ফাইনালে ইতালির কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিল।