গত কয়েক মাসে লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহের সম্পর্কটা জটিল হয়ে যাওয়ার খবরই আসছিল। মিশরীয় তারকা ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি বেতন চাইছিলেন, লিভারপুল যেতে চাইছিল না নিজেদের বেতন কাঠামোর বাইরে।
‘আমার মনে হয় আপনি যদি দেখেন গত পাঁচ-ছয় বছরে ক্লাব কেবল উপরেই ওঠেছে। গত মৌসুমে আমরা চারটি শিরোপা জেতার কাছাকাছি ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ সপ্তাহে দুটি হারিয়েছি। ’
‘আমার মনে হয় লড়াইয়ের জন্য আমরা ভালো অবস্থায় আছি। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও এসেছে, এখন কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে, ভালো একটা স্বপ্ন দেখে ও ইতিবাচক থেকে সবকিছুর জন্য ছুটতে হবে। ’
গত মৌসুমেও ২৩ গোল করে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ। সবমিলিয়ে লিভারপুলের হয়ে ৫১ ম্যাচে মাঠে নেমে ৩১ গোলের সঙ্গে ১৫ অ্যাসিস্ট করেন তিনি।