ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ফিক্সচার অনুসারে, লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে এসেছিল ইউনাইটেড। ম্যাচের আগে অ্যানফিল্ডে জমা হয়েছিল শত শত লিভারপুল সমর্থক। তখন তাদেরকে কিছুটা উত্তেজনাপূর্ণ মনে হয়েছিল। এক পর্যায়ে ম্যানইউর টিম বাসটি যখন অ্যানফিল্ডে আসে তখন লিভারপুলের এক সমর্থক বাসে বোতল নিক্ষেপ করে বসে। এতে সফরকারীদের বাসটি ক্ষতিগ্রস্থ হয়।
ইউনাইটেডের টিমবাসে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে লিভারপুল। এর সঙ্গে যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ক্লাবটি।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘লিভারপুল ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড টিম বাসের ক্ষতির কারণের জন্য দায়ী কর্মের সম্পূর্ণ নিন্দা জানায়। আমরা অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ফুটেজ সম্পর্কে সচেতন এবং তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে মারসিসাইড পুলিশের সাথে কাজ করছি।’
এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিল লিভারপুলের সমর্থকরা। ২০১৮ সালে তারা ম্যানইউর টিম বাসের ড্রাইভারের পাশের জানালা ও বাসের অন্যান্য গ্লাসে বোতল নিক্ষেপ করে ভেঙে দিয়েছিল তারা। এ ঘটনার দায়ে লিভারপুলকে ২০ হাজার ইউরো জরিমানাও গুনতে হয়েছিল।
গতকালের ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ০-০ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে তারা।