English

20 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিজিমা কবে ও কোথায়

- Advertisements -

দক্ষিণ আমেরিকার ফুটবলকে কিছুটা খাটো করে দেখা হয় ইউরোপে। ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকার চেয়ে ইউরো অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও আকর্ষণীয় বলে দাবি করা হয়। দলের সংখ্যা বেশি, তারকা খেলোয়াড় বেশি হওয়ায় ও ঝকঝকে মাঠ-সম্প্রচারের কারণে দর্শকও ইউরো বেশি পছন্দ করেন।

তবে কোপার শ্রেষ্ঠত্ব যে সহজ নয় এবং দক্ষিণ আমেরিকার দল ইউরোপের চেয়ে পিছিয়ে নেই তা গত ফিনালিজিমায় দেখিয়েছে আর্জেন্টিনা। ইউরোর চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। এবারের ফিনালিজিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

রোববার রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে কোপার ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উয়েফা ও কনমেবল এই দুই চ্যাম্পিয়নের মুখোমুখি দাঁড় করানোর জন্য আয়োজন করছে ফিনালিজিমা।

এবারের ফিনালিজিমা কবে মাঠে গড়াবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আসরটি যে ২০২৫ সালে হবে তা নিশ্চিত। ২০২২ সালের ফিনালিজিমা হয়েছিল ১ জুন। ওই হিসেবে জুন ও জুলাইয়ের মধ্যে ফিফার কোন ফাঁকা সময়ে ম্যাচটি মাঠে গড়াতে পারে। গত আসরের ফিনালিজিমা হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। এবারেরটা কোথায় হবে তাও ঠিক হয়নি এখনও। তবে মাদ্রিদ, বার্লিন ও ওয়েম্বলিতে হওয়ার সম্ভাবনা প্রবল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন