নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মূল রেফারির দায়িত্বে আছেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনসিচ।
ভিনসিচ বলেন, ‘কয়েকজন ব্যবসায়িক পার্টনারের সঙ্গে মিটিংয়ের পর আমাদের ক্যাবিনের এক পার্টিতে নিমন্ত্রণ জানানো হয়। যাতে আমরা অংশ নেই। আমি লাঞ্চের নিমন্ত্রণও গ্রহণ। যা আমার সবচেয়ে বড় ভুল। আমি তাতে অনুতপ্ত। ’
তিনি আরো যোগ করেন, ‘পুলিশের অভিযানের পরে আমাদের সবাইকে জেরা করা হয়। যেখানে আমি তাদের বুঝিয়েছি যে, আমি এই লোকগুলোকে চিনি না। কয়েক ঘন্টা পর তারা আমাকে স্লোভেনিয়ায় ফেরার সবুজ সংকেত দেয়। আমি ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। ’