English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার অপেক্ষায় ডি মারিয়া

- Advertisements -

নাসিম রুমি: ২০২২ সালের ১৮ ডিসেম্বর! কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন পাওয়া হয়ে গিয়েছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার। সেদিন ছোঁয়া হয়ে যায় স্বপ্নের বিশ্বকাপ। শিরোপা জিতে সে সময়ই নিজের বুট জোড়া খুলে রাখতে চেয়েছিলেন ডি মারিয়া।

কিন্তু মাঠ কাঁপানো ডি মারিয়াকে ছাড়তে চায়নি আর্জেন্টিনা। সবার চাওয়ায় ৩৬ বছর বয়সী তারকা থেকে গেলেন আরও কিছুদিন। চলতি কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সিতে মাতাচ্ছেন ডি মারিয়া। তবে, টুর্নামেন্ট শেষে সত্য সত্যিই বুট জোড়া খুলে রাখবেন তিনি। আসর শুরুর আগেই সেটা জানিয়ে দিয়েছিলেন।

সেই শেষের সময় চলে এসেছে। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই আকাশী-সাদা জার্সিতে শেষবারের জন্য মাঠে নামবেন ডি মারিয়া।

বিদায়ের ম্যাচের আগে এই তারকা বলেছেন, ‘আমি জাতীয় দলে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নই, তবে সময় এসেছে বিদায় বলার। ফাইনালে যাই ঘটুক না কেন, আমি মনে করি আমি সদর দরজা দিয়ে চলে যেতে পারব। আমি সবকিছু দিয়েছি। আমি সবসময় এই জার্সির জন্য আমার জীবন দিয়েছি। এমন সময় ছিল যখন আমি পূর্ণতা পাইনি, কিন্তু ইদানীং আমি পেয়েছি। যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

কোপা আমেরিকা যত শেষের দিকে আগাচ্ছে ততই বিদায়ের আরও কাছে চলে যাচ্ছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এবারের আসরে প্রথম ফাইনালিস্ট আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে ডি মারিয়াকে নিয়ে স্মৃতিকাতর সতীর্থরাও।

ডি মারিয়ার জন্য সেরাটা দিতে প্রস্তুত সতীর্থরা। দলের অধিনায়ক মেসি সবাইকে তেমনই বার্তা দিয়ে রেখেছেন। টিজে স্পোর্টসের প্রকাশিত এক ভিডিওতে মেসি বলেন, ‘আমরা মাঠে নামার আগে ড্রেসিংরুমে শেষ মুহূর্তের পরিকল্পনা হচ্ছিল। তখন ডি মারিয়া বলে ওঠে, আমাদের ফাইনালে উঠতেই হবে। এই ফাইনালটা হবে ফিদেওর (ডি মারিয়ার ডাক নাম) জন্য। সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন