আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভক্তদের জন্য সুখবর। করোনা থেকে মুক্তি পেয়েছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার শেষ পিসিআর টেস্টের রিপোর্টে নেগেটিভ হয়েছেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের মতে, প্রটোকল মেনে আইসোলেশনে থাকার পর সর্বশেষ টেস্টে মেসি করোনা নেগেটিভ হন। করোনামুক্ত হয়েই ফুয়েন্স হিল থেকে সপরিবারে ব্যক্তিগত বিমানে করে প্যারিসে ফিরে গেছেন তিনি।
গত ২৮ ডিসেম্বরের টেস্টে করোনা পজিটিভ হয়েছিলেন এই পিএসজি তারকা। ২ জানুয়ারি তা নিশ্চিত করে পিএসজি। ওই সময় বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনার রোজারিওতে ছিল মেসি পরিবার।
করোনা মেসির ফিটনেসের কোনো ক্ষতি করেছে কিনা সেটা জানতে পিসজি মেডিক্যাল টিম আনুষঙ্গিক স্বাস্থ্য পরীক্ষা করবে। আগামী রবিবার রাতে লিওঁর বিপক্ষে খেলবে পিএসজি। সে ম্যাচে মেসি মাঠে নামেন কিনা সেটাই এখন দেখার বিষয়।