আরও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মিডফিল্ডার পল পগবাকে। থাইয়ের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় পগবাকে নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সুলশার।
এমইউ টিভিকে সুলশার বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আরও কয়েক সপ্তাহ পগবাকে বিশ্রামে থাকতে হবে।’
গত ৬ ফেব্রুয়ারি এভারটনের সাথে প্রিমিয়ার লিগে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে পগবা ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকে সব ধরনের প্রতিযোগিতায় রেড ডেভিলসদের হয়ে পাঁচ ম্যাচ খেলতে পারেননি পগবা।