English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপ জয়ী তারকার

- Advertisements -

গত কিছুদিন ধরেই আলোচনায় ফরাসি ফুটবল। কোচ হিসেবে দেশমের মেয়াদ বাড়ানো হয়েছে। তার মধ্যে জিদানকে নিয়ে দেশটির ফুটবল প্রধানের অসম্মানজনক মন্তব্য। আলোচনায় এবার যোগ হলো ফরাসি গোলকিপার ও অধিনায়ক উগো লরির নাম। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে পরাজয়ের মাত্র ৩ সপ্তাহ পর গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লরি। এর আগে দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ১২১টি ম্যাচে। ফ্রান্স তার নেতৃত্বেই জিতেছে ২০১৮ বিশ্বকাপ। অবসরের সিদ্ধান্ত নিয়ে লরি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি টানছি। কারণ মনে হয়েছে, আমি সবটুকু উজাড় করে দিয়েছি।’

আর কিছুদিন পরই ইউরোর বাছাই পর্ব। ফ্রান্স তাদের গ্রুপে পেয়েছে জিব্রাল্টার, গ্রিস, নেদারল্যান্ডস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। লরি মনে করছেন, এত বড় মহাদেশীয় টুর্নামেন্ট সামনে দেখে নতুন নেতৃত্বের হাতেই দলটার দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রয়োজন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময়। কারণ ইউরো বাছাই শুরুর আর মাত্র আড়াই মাস আছে।’

২০০৮ সালে ২১ বছর বয়সে অভিষেক হয়েছে লরির। ফ্রান্সের হয়ে খেলেছেন ১৪৫টি ম্যাচ। যা আবার ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন