সাইফ স্পোর্টিং ক্লাবের আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে বাফুফে আয়োজিত যেকোনো ফুটবল লিগ ও প্রতিযোগিতা থেকে আগামী ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় ক্রুসিয়ানিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
গত ২৬ জুলাই গোপালগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সহকারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এবং চতুর্থ রেফারিকে মাথা দিয়ে গুতো দিয়েছিলেন। যে কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
উত্তর বারিধারা ক্লাবের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজার নূর হোসেন ও খেলোয়াড় সুজন বিশ্বাস সহকারী রেফারিকে লাঞ্ছিত করেছিলেন। জাহাঙ্গীর আলমকে ১ বছর যেকোনো ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যানেজার নূর হোসেন ও খেলোয়াড় সুজন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ঘরোয়া ফুটবল থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উত্তর বারিধারা ক্লাবকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।