নাসিম রুমি: পুরানো ঘর পিএসজি আগেই ছেড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার বর্তমান ঠিকানা এখন রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। পিএসজি ছেড়ে আসলেও ক্লাবটিকে ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন এমবাপ্পেকে পাওনা হিসেবে বেতন বাবদ সাড়ে পাঁচ কোটি ইউরো দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) আইনি কমিশন এই নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ লিগ। তবে এমন সিদ্ধান্ত মেনে নিচ্ছে না প্যারিস ক্লাবটি। সামনে অন্য কোনো আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে পিএসজি। এর আগে এমবাপ্পে ও পিএসজির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন। তবে এমবাপ্পের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
চলতি বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এমবাপ্পের অভিযোগ, পিএসজিতে অবস্থানকালীন শেষ তিন মাসের বেতন ও বোনাসের একটি অংশ তাকে দেয়া হয়নি। যার পরিমাণ সাড়ে পাঁচ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় ৭২৫ কোটি টাকা। তবে পিএসজির দাবি, আগেই নিজের প্রাপ্য অর্থ ছাড় দিয়েছিলেন এমবাপ্পে। এ কারণে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের কাছে কোনো টাকা পাওনা নেই।