নাসিম রুমি: বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিল তারকা অ্যান্তোনির। ইতোমধ্যে সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন অ্যান্তোনির বিরুদ্ধে যৌন হয়রানি ও গৃহ বিবাদের অভিযোগ তুলেছেন।
যার জেরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়েন ২৩ বছর বয়সী এই তারকা। এ ঘটনায় সাও পাওলো ও ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে।
এবার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে অ্যান্তোনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্রাজিলের আরও দুই নারী। তারা ব্রাজিল তারকার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ শক্তভাবে অস্বীকার করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ৮৫ মিলিয়ন ইউরোর এই উইঙ্গার। খবর ডেইলি মেইলের।
আইনের ছাত্রী রায়সা দি ফ্রেইতাস দাবি করেন, গত মে মাসে অ্যান্তনি ও ব্রাজিলের খেলোয়াড় দুদুর সাবেক স্ত্রী মাল্লু ওহানা তাকে আক্রমণ করেছিলেন। যে কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তিনি জানান, সাও পাওলোর নাইট ক্লাব থেকে বের হওয়ার পর অ্যান্তনির ল্যান্ড রোভারে এই ঘটনা ঘটে।
এদিকে ইনগ্রিদ লানা নামের ৩৩ বছর বয়সী এক নারী ব্যাংকার ব্রাজিলের টিভিতে অভিযোগ করেন, গত বছরের অক্টেবরে অ্যান্তনি তাকে আঘাত করেন। তিনি বলেন, ‘সে আমার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা করেছিল। কিন্তু আমি চাইনি। পরে সে আমাকে দেওয়ালের দিকে ধাক্কা মারে এবং আমার মাথায় আঘাত পাই।’
এর আগে অ্যান্তনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন অভিযোগ করেন, গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে ভাবে তাকে শারীরিক আঘাত করে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারে এক হোটেলের রুমে নির্যাতন করেছেন অ্যান্তনি।
সে সময় গ্যাব্রিয়েলাকে আঘাতও করেন সেলেসাওদের এই উইঙ্গার। যে কারণে গ্যাব্রিয়েলার মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়।
গ্যাব্রিয়েলা অভিযোগ করেছেন, তার বুকে আঘাত করেছেন অ্যান্তনি। এতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী সময়ে তাকে আবার অস্ত্রোপচার করতে হয়।