নাসিম রুমি: লম্বা সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলছেন ডি মারিয়া। দলের বিপর্যয়ের পাশাপাশি দেখেছেন অনেক সাফল্যও। সর্বশেষ কাতার বিশ্বকাপ জয়ে জাতীয় দলের হয়ে সব শিরোপা জয়ের কোটাও পূর্ণ করেছেন। এবার সেই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন এই তারকা।
২০২৪ সালের কোপা আমেরিকা খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডি মারিয়া। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনা। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে আর এক বছর আছেন।
এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। এর মধ্যে ২৯ বার প্রতিপক্ষের জালে বল ছুঁইয়েছেন। এছাড়া জাতীয় দলর জার্সিতে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অ্যাসিস্ট আছে ২৭টি।
আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন ডি মারিয়া। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন তারকা এই স্ট্রাইকার। এই ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং ফিনালিসসিমা ট্রফি জয়ের ম্যাচেও গোল পেয়েছিলেন ডি মারিয়া।