English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

অনেকদিন পর আর্জেন্টিনা দলে দিবালা

- Advertisements -

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ৩০জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গত দুই বছরের মধ্যে এই প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেলেন পাওলো দিবালা। জুভেন্তাসের এই ফরোয়ার্ড একাদশে সুযোগ পান কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির বাহিনী।

২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আর মাঠে নামেনি আর্জেন্টিনা দল। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া লিওনেল মেসি স্বাভাবিকভাবেই দলে আছেন। চোটের কারণে ছিটকে গেছেন মাউরো ইকার্দি। কোপার সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন গোলকিপার অগাস্টিন মার্চেসিন এবং স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দিবালার পাশাপাশি দলে ফিরেছেন এমিলিয়ানো বুয়েনদিয়া, জেরোনিমো রই এবং হুয়ান ফয়থ।

আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুই।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি,লুকাস মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি ও পাওলো দিবালা, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকিম কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েনদিয়া।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন