নাসিম রুমি: ২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজিরচনে অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্কিনিওস। ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বেশির ভাগ খেলোয়াড় ভোট দিয়েছেন।
তবে প্যারিসের ক্লাবটিতে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সমর্থন পাননি বলেই চলে। অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন তিনি। আর সেটি তাঁর ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়, পিএসজি কোচ লুইস এনরিকে নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন। খেলোয়াড়েরা গোপন ব্যালটে ভোট প্রদান করেন
সাধারণত ফুটবলে একটি ক্লাবের ৪ জন অধিনায়ক ঠিক করে রাখা হয়। মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় না খেলতে পারলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন।
পিএসজির খেলোয়াড়দের ভোটের ভিত্তিতেও চারজনকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মার্কিনিওস, যিনি ২০২০ সালে তখনকার অধিনায়ক থিয়াগো সিলভা যাওয়ার পর থেকেই নেতৃত্বে ছিলেন। মার্কো ভেরাত্তির পর স্কোয়াডের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও এই ব্রাজিলিয়ান।
মার্কিনিওসের অবর্তমানে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন যথাক্রমে দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে ও এমবাপ্পে।
আরএমসি স্পোর্টস আরও জানিয়েছে, মাত্র এক ভোট পেয়ে পিএসজির চতুর্থ অধিনায়ক হয়েছেন এমবাপ্পে। তাঁকে সমর্থন করেছেন শুধু হাকিমি। অবশ্য এমবাপ্পের কম ভোট পাওয়া অজনপ্রিয়তার কারণে নাকি প্যারিসে থাকা না–থাকা নিয়ে অনিশ্চয়তা, তা স্পষ্ট নয়। ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে প্রায় মাস দুয়েক ধরে পিএসজির টানাপোড়েন চলছে।
২০২৩–২৪ মৌসুম শেষ করে পিএসজিতে থাকতে চান না জানানোর পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এর জেরে প্রাক্–মৌসুম প্রস্তুতির সফরের দল থেকে বাদ পড়েন। বলতে গেলে, তাঁকে দীর্ঘদিন একঘরে করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহে মূল দলে ফেরেন। এরই মধ্যে একটি ম্যাচ খেলে গোলও পেয়েছেন।