কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো সেনেগাল। সেইসঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিলো স্বাগতিক দেশ কাতার।
দুই দলেরই বিশ্বকাপ শুরু হয় হার দিয়ে। টিকে থাকতে তাই আজ জয়ের বিকল্প ছিল না কাতার ও সেনেগালের সামনে। এমন বাঁচা-মরার ম্যাচে অনায়াসেই জয় তুলে নিল সেনেগালিজরা।
আল থুমামা স্টেডিয়ামে আজ ২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে প্রথমার্ধে ফরোয়ার্ড বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় আফ্রিকার সিংহরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরোয়ার্ড ফামাহা ডিডিউ। শেষদিকে একটি গোল শোধ করেন কাতারের মোহাম্মেদ মুনতারি। তবে কিছুক্ষণ পর সেই ব্যবধানও ঘুচিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড বাম্বা দিয়েং।
এর আগে উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল কাতার। আর নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যায় সেনেগাল। ফলে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট হলো সেনেগালের। সমান পয়েন্ট আছে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের দখলেও। তবে পরের দুই দল ম্যাচ খেলেছে ১টি করে। অন্যদিকে দুই ম্যাচেই হেরেছে কাতার।