নাসিম রুমি: প্লে-অফের প্রথম ম্যাচ জিতে অনেকটাই সেমিফাইনালের পথে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেত এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফের সেমিফাইনাল। কিন্তু সেটা আর হলো না। শেষ মুহূর্তের আটলান্টার গোলে সেমির পথে ধাক্কা খেল লিওনেল মেসির দল। স্বাগতিকদের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার অপেক্ষা বাড়ল ইন্টার মায়ামির।
প্লে অফের দ্বিতীয় ম্যাচে আজ রোববার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। স্বাগতিকদের হয়ে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন শানজি সিলভা। তার আগের গোলটি করে করেছিলেন উইলিয়ামস। আর মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড মার্টিনেজ।
অথচ ম্যাচের শুরুটা ছিল মায়ামির দখলেই। প্রথমার্ধের ৪০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন মার্টিনেজ। ১-০ ব্যবধান ধরে মায়ামি এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে।
কিন্তু নিজেদের মাঠে হাল ছাড়ল না আটালান্টা। বিরতি থেকে প্রথমে উইলিয়ামসের গোলে ম্যাচে ফিরে তারা। এরপর শেষ দিকে বদলি হয়ে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন সিলভা। ৮৯ মিনিটে মাঠে নামা এই পর্তুগিজ উইঙ্গার যোগ করা সময়ে মায়ামিকে স্তব্ধ করে গোল আদায় করে নেন। তাতেই প্লে-অফের সেমিফাইনালের ভাগ্য গড়াল তৃতীয় ম্যাচে। আর হতাশা নিয়ে মাঠ ছাড়ল লিওনেল মেসির দল।