নাসিম রুমি: নতুন মৌসুমে শুভ সূচনা করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগার প্রথম রাউন্ডের ম্যাচে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে তারা লা লিগা শুরু করেছে। দুটি গোলই করেছেন রবার্ট লেভানডফস্কি। যদিও শুরুতে তারা পিছিয়ে পড়েছিল। এই জয়ে নতুন কোচ হান্সি ফ্লিকেরও শুরুটা হলো দারুণ।
শনিবার রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে প্রথম ১০ মিনিটে কয়েক দফায় আক্রমণে যায় বার্সেলোনা। কিন্তু পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি। ৪৪তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লেভানডফস্কি। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে লামিনে ইয়ামালের পাস বক্সে পেয়ে দারুণ স্লাইডে বল জালে পাঠিয়ে দেন পোলিশ তারকা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডফস্কি। এই গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।