English

23.8 C
Dhaka
শনিবার, মার্চ ১, ২০২৫
- Advertisement -

রোনালদোর ৫০তম গোলে জয়ে ফিরলো আল নাসর

- Advertisements -

সময়টা ভালো যাচ্ছিল না আল নাসরের। টানা চার ম্যাচ ছিল জয়হীন। এর মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এই দুঃসময় কাটাতে জয়ের বিকল্প ছিল না সৌদি ক্লাবের সামনে। শুক্রবার তারা জয়ের মুখ দেখলো আল আহলির বিপক্ষে।

আল আহলিকে সৌদি প্রো লিগে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। একমাত্র গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালের শেষ দিকে আসার পর থেকে প্রায়ই গোল করছেন তিনি। এবার আল আহলির বিপক্ষে দলটির জার্সিতে ৫০তম গোলের মাইলফলক ছুঁলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

আল নাসর সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আল হিলাল।

প্রথমার্ধে রোনালদো গোল পেয়েছিলেন। সাদিও মানের থ্রু বল ধরে ৪২ মিনিটে জাল কাঁপান তিনি। কিন্তু দীর্ঘক্ষণ ভিএআর পরীক্ষা নিরীক্ষা শেষে অফসাইডের কারণে গোল বাতিল হয়।

অবশেষে গোলের দেখা পায় আল নাসর। বক্সের ভেতরে তাদের খেলোয়াড় আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে গোল করেন রোনালদো। এটি সব প্রতিযোগিতা মিলে আল নাসরের হয়ে তার গোলের হাফ সেঞ্চুরি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন