নাসিমরুমি: রোনালদো বিশ্বকাপে এসেছেন আর বিশ্বকাপের হেডলাইন হবেন না তা কি করে হয়! বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার। করেছেন বিশ্ব রেকর্ডও। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।
বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ডটা হাতছানি দিচ্ছিল তাকে। ঘানা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় তাই সবাই আশাবাদী ছিল রোনালদো সেই অধরা রেকর্ড নিজের করে নিবেন। ম্যাচের ৬৪ মিনিটে রোনালদোকে ডিবক্সে ফাউল করে রোনালদোকে পেনাল্টি উপহার দেন সালিসু।
স্পট কিক থেকে রোনালদোর ঠান্ডা মাথার ফিনিশ তাকে পাইয়ে দেয় বিশ্বকাপের অধরা সে খেতাব। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল করে টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল করা সংখ্যা দাঁড়ালো আটে।