নাসিম রুমি: দূরন্ত ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে তার ক্লাব আল নাসর। পর্তুগিজ সুপারস্টার গোল করে দলকে উঠিয়েছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।
গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আল ফেইয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। আগের লেগে তারা জিতেছিল ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে জয় এল ৩-০ ব্যবধানে।
রোনালদোদের মুহুর্মুহু আক্রমণের জবাবে ফেইয়া গোলের উদ্দেশ্যে শটই নিতে পেরেছে মাত্র একটি। ১৭ মিনিটে ওটাভিওর গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন ম্যাচের ৮৬ মিনিটে।
ফেইয়ার বিপক্ষে গোলটি আল নাসরের হয়ে রোনালদোর ৪১তম গোল, চলতি মৌসুমে যা ২৭তম। সৌদি ক্লাবে গিয়ে ৪৭ ম্যাচ খেলে ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি, চলতি মৌসুমের হিসাবে অ্যাসিস্টের সংখ্যা ১১। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ৬ ম্যাচে পর্তুগিজ তারকা করেছেন ৫ গোল।
রোনালদো দারুণ ছন্দে আছেন লিগের খেলায়। সৌদি প্রো লিগে এবার ১৯ ম্যাচেই তিনি করেছেন ২১ গোল, অ্যাসিস্ট ৯টি। তার দলও ছুটছে দুর্বার গতিতে। ৪৯ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৫৬ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে আল হিলাল।