নাসিম রুমি: কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে প্রচুর আর্জেন্টিনার ভক্ত থাকলেও তাদের উন্মাদনা দেখতে পাননি মার্টিনেজ। কয়েক ঘণ্টা অবস্থান করে ফিরে যান। এবার ঢাকায় আসছেন ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো।
পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই বিশ্বখ্যাত ফুটবলার দুর্গাপূজার সময় কলকাতা আসবেন দুই দিনের সফরে। তার এই সফর একদিন বাড়ানো হয়েছে ঢাকা আসার জন্য। বাংলাদেশে ব্রাজিলের সমর্থক সংখ্যাও কম নয়। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতার আগে পেলের কারণে এ দেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিলকেই সমর্থন দিতেন।
রোনালদিনহোর মতো সুপারস্টার ঢাকায় এলে ভক্তদের মধ্যে জোয়ার বইবে এ নিয়ে সংশয় নেই। রোনালদিনহো ১৮ অক্টোবর ঢাকা ঘুরে যাবেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। রোনালদিনহোর কলকাতা ও ঢাকা সফরেও উদ্যোক্তা তিনিই।