দীর্ঘ প্রতীক্ষা আর নানারকম জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল সার্জিও রামোসের। স্প্যানিশ তারকার অভিষেকের দিনে সাঁত এতিয়েনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি। খারাপ সময় কাটানো সুপারস্টার লিওনেল মেসি গোল না পেলেও তিনটি গোলেই সহায়তা করেছেন। এছাড়া চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে আরেক সুপারস্টার নেইমারকে। ঘটনাবহুল ম্যাচটিতে গোল করেছেন ডি মারিয়া এবং মার্কিনিয়োস। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি পিএসজি। বৃষ্টির মতো তুষার পড়তে থাকায় মাঠের কন্ডিশন ছিল প্রতিকূল। চতুর্থ মিনিটে মেসির পাসে কাছ থেকে বল পেয়ে জালে পাঠিয়েছিলেন নেইমার। কিন্তু রেফারি ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান। ত্রয়োদশ মিনিটে এমবাপ্পে দারুণ একটা সুযোগ মিস করেন। ২৩তম মিনিটে এগিয়ে যায় এতিয়েন। ডান পায়ের জোরালো শটে গোলটি করেন ডেনিস বুয়াঙ্গা।
বিরতির আগে এমবাপেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এতিয়েনের ফরাসি ডিফেন্ডার তিমোথি। মেসির নেওয়া সেই ফ্রি-কিকে ডি-বক্সে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান মার্কিনিয়োস। ৬১তম মিনিটে দারুণ সুযোগ পেলেও বল জালে পাঠাতে ব্যর্থ হন মেসি। ৭৯তম মিনিটে মেসির সহায়তায় পিএসজিকে এগিয়ে নেন তার স্বদেশি ডি মারিয়া। ৩ মিনিট পর বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। যোগ করা সময়ে মেসির ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে স্কোরলাইন ৩-১ করে ফেলেন মার্কিনিয়োস।