নাসিম রুমি: অবশেষে শৈশবের ক্লাব সান্তোসেই ফিরলেন নেইমার। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে রাজকীয় আয়োজনে নেইমারকে বরণ করে নিলো ব্রাজিলিয়ান ক্লাবটি। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল- ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’।
বাংলাদেশ সময় গতকাল রাতে প্রায় তিন ঘণ্টার এ অনুষ্ঠানে পা রাখার আগে ব্রাজিলের স্থানীয় সময় সকালে সাও পাওলোয় অবতরণ করে নেইমারের ব্যক্তিগত বিমান। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে হেলিকপ্টারে করে সান্তোসে ফিরেছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাঠের মাঝে মঞ্চ সাজানোই ছিল। বৃষ্টির মধ্যেই মঞ্চে উঠেছেন নেইমার। দর্শকদের প্রতি হাত নেড়েছেন।
ঘরের ছেলেকে দর্শকেরাও বরণ করেছেন স্লোগানসূচক অভ্যর্থনায়। মাটিতে মাথা ও হাত নুইয়ে নিজের বিখ্যাত গোল উদ্যাপন ভঙ্গিমার পর সান্তোসের মাটিতে চুমুও খেয়েছেন। ‘নেইমার মিথ’ এর জন্ম তো ভিলা বেলমিরোর ওই মাটিতেই।
নেইমার সেই মাটিতে দাঁড়িয়ে থাকতেই দর্শকেরা তার পায়ে ড্রিবলিং দেখতে চেয়েছিলেন। উত্তরে নেইমার বলেছেন, আমি খুবই সুখী। এখানে দারুণ সময় কেটেছে। সামনে তেমন সময় আরও আছে। (ড্রিবল করতে) সাহসের অভাব হবে না।
গত সোমবার রাতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ২০২৩ সালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে মাত্র ৭ ম্যাচ খেলতে পারেন নেইমার। পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল হয়েছে।
নেইমারের চুক্তি নিয়ে সান্তোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিদেস ক্যানাল বলেছেন, এই চুক্তিপত্র প্রাথমিকভাবে ছয় মাসের। কিন্তু তাকে ধরে রাখতে আমরা সব রকম চেষ্টাই করবো। আমরা যেটা চাচ্ছি, সে যেন আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে।
সেই১০ নং জার্সিতে পরিবারের সদস্যদের নিয়ে নেইমার ফটোসেশনও করলেন। অপেক্ষা এখন একটাই, মাঠে ফিরবেন কবে? গত বছর নভেম্বরে আল হিলালের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামা হয়নি তার। সংবাদ সম্মেলনে নেইমার জানিয়েছেন, শারীরিকভাবে আগের চেয়ে ভালো বোধ করলেও এখনো ১০০ শতাংশ ফিরে পাননি।
ক্যাম্পেওনাতো পলিস্তায় আগামী বুধবার বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে সান্তোসের হয়ে দ্বিতীয় দফায় অভিষেকের সম্ভাবনা আছে নেইমারের।