নাসিম রুমি: আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা চিরবিদায় নেন ৪ বছর আগে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল তার, এরপর সুস্থ হওয়ার পথে ছিলেন। সেই অবস্থায় তার মৃত্যু রহস্যের জন্ম দেয়। ম্যারাডোনার প্রয়াণের এত বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনের মধ্যে সাতজনের বিচার শুরু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের আদালতে মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালের এক প্রতিবেদনে প্রয়াত কিংবদন্তি মেডিকেল টিম দ্বারা ‘অযথার্থ, ত্রুটিপূর্ণ এবং বেপরোয়া আচরণে’র শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল।
মামলায় অভিযুক্তদের মধ্যে একজন করে আছেন নিউরোসার্জন, মনোরোগবিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং নৈশকালীন নার্স। দিনেরবেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার করা হবে আলাদাভাবে। এই চিকিৎসক দলের ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসাসেবা নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগ আছে।
এই সাত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে ৮ থেকে ২৫ বছরের কারাবাসের শাস্তি পেতে পারেন। অভিযোগ, তারা চিকিৎসাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানতেন ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে।
চিকিৎসকদের বিরুদ্ধে বিচারের শুনানি আগামী জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। লাতিন ও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রো শহরে দীর্ঘ বিলম্বিত বিচারে ম্যারাডোনার পরিবারের সদস্য এবং বছরের পর বছর তার চিকিৎসা করা ডাক্তারসহ ১০০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।