নাসিম রুমি: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে লিওনেল মেসির নৈপুণ্যে ২-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে ২য় মিনিটে একটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন বদলি নামা জার্মান পেজেল্লা। এই গোলেও মেসির অবদান ছিল। ডি পল পাস দেন মেসিকে, এরপর ফের ডি পলের উদ্দেশ্যে সুবিধাজনক স্থানে বল পাঠান এলএমটেন। এরপর ডি-বক্সের ভেতর ক্রস বাড়ান ডি পল। পরে হেডে বল জালে জড়ান পেজেল্লা।
গোটা ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৪৪ শতাংশ বল দখলে রাখা অস্ট্রেলিয়া ৭টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।
ম্যাচের শুরুতেই লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর বারবার আক্রমণে উঠেও জালের দেখা পাচ্ছিলো না আলবিসেলেস্তেরা।
শেষে ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বিশ্বচ্যাম্পিয়নরা। রদ্রিগো ডি পলের লম্বা ক্রস থেকে হেডে স্কোরলাইন ২-০ করেন রিয়াল বেতিস ডিফেন্ডার জার্মান পেজেল্লা।