বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১০ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস না করলে ৯ গোল হতে পারত লিওনেল মেসির। বাতিস্তুতার আরো কাছে যেতে পারতেন তিনি। তার পরও আর্জেন্টিনার জার্সিতে ৭৮ ম্যাচে ৫৬ গোল করা বাতিস্তুতা চান পরের পেনাল্টিও যেন মেসিই নেন।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাতিস্তুতা বলেন, ‘মেসি খারাপ খেলছে না, তবে আমরা জানি ও আরো কিছু দিতে পারে দলকে। আর্জেন্টিনার এই দলটা মেসিকে ছাড়াও ভালো খেলতে পারে, যা ওকে অনেক স্বস্তি দেয়। শেষ ষোলোতে পেনাল্টি পেলে আমি মেসিকে শট নিতে বলব। ও সেটা ডান পায়ে চেষ্টা করতেই পারে। আমার মনে হয় না মেসির চেয়ে ভালো পেনাল্টি আর কেউ নিতে পারে। ’
শেষ ষোলোতে নিজের পছন্দের ‘নাম্বার নাইন’ নিয়ে বাতিগোল বলেছেন, ‘আগের ম্যাচে মার্তিনেসের জায়গায় আলভারেস খেলেছে। এই দুজনকে একসঙ্গে খেলানোর কোনো মানে নেই, যতক্ষণ না চার বা পাঁচ গোল দরকার। আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে আলভারেসকেই চাইব। দি মারিয়া ফিট না হলে ওকে বেঞ্চে রাখা ভালো। শতভাগ ফিট ছাড়া কাউকে খেলানোর পক্ষে নই। অস্ট্রেলিয়াকে যেন ছোট দল মনে করে খেলার ভুল না করে আর্জেন্টিনা। ’