নাসিম রুমি: লিওনেল মেসিকে দলে পেতে বিভিন্ন ক্লাবের যেন লাইন ধরার মতো পরিস্থিতি! অবশ্য হবেই বা না কেন! বাঁ-পায়ে অসাধারণ নৈপুণ্য দেখানো বিশ্বজয়ী এই আর্জেন্টাইন মহাতারকার পায়ে সাফল্য লুটোপুটি খাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর জিতেছেন গোল্ডেন বুট ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। কিন্তু কোন ক্লাবটি তার ভবিষ্যত গন্তব্য হতে যাচ্ছে, সেই জল্পনা এখনও থামছে না। সাবেক বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েও যেন হচ্ছে না। তার জন্য এবার ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। তবে মেসিকে দলে রাখতে নতুন করে তোড়জোড় চালালেও তিনি তাতে সাড়া দিচ্ছেন না। গণমাধ্যমের খবর, পিএসজির ভবিষ্যত পরিকল্পনা পছন্দ হয়নি মেসির। এরপর মেসি নিজেও জানিয়েছেন পিএসজির প্রথম বছরটা কষ্টে কাটিয়েছেন তিনি। পরক্ষণে বর্তমানে ফরাসি ক্লাবের সঙ্গে মানিয়ে উঠেছেন বলে থেকে যাওয়ার ইঙ্গিতও যেন দিয়ে রেখেছেন।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে মেসির সঙ্গে বার্সা সভাপতির কথোপকথনের কথা উল্লেখ করা হয়। লাপোর্তা জানিয়েছেন, ‘আমি জর্জ মেসির (মেসির বাবা) সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে অনবদ্য অবদান রাখা মেসির জন্য আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই।’
এরপরই মেসির দলবদল প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, ‘মেসি বর্তমানে পিএসজিতে খেলছে। তাই সে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে কথা বলতে চাই না।’