English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছি: এমবাপ্পে

- Advertisements -

পিএসজি ছেড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এখন আলাদা ঠিকানায়। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খুঁটি পুঁতেছেন ফরাসি সুপারস্টার। এখন লক্ষ্য পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণ করা।

সেই লক্ষ্যেই লড়ছেন এই তারকা। তবে রিয়ালে এখনও সেই অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। যে কারণে সমালোচিত হতে হচ্ছে এই বিশ্বকাপজয়ী তারকাকে। তবে এসব পেছনে ফেলে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। সেই সঙ্গে জানিয়েছেন, মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও।

চ্যাম্পিয়নস লিগ নিয়ে এমবাপ্পে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয়, আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত তারা (পিএসজি) যেন চ্যাম্পিয়নস লিগ না জেতে। কারণ, আমি নিজে সেটা আগে জিততে চাই। আশা করি, তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে। তবে এখন না জিতুক, (আগে) আমাকে এটা জিততে হবে।’

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

মেসির ওপর ক্ষোভ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন