২০১০ সালে ভ্যাসেকটমি (পুরুষের গর্ভনিরোধ পদ্ধতি) করিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। ভ্যাসেকটমির ১১ বছর পর বান্ধবী সেলিনা লকসের গর্ভে আসছে ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলারের সন্তান। এর ফলে পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন রোনালদো। এর আগে, তার আগে চার সন্তান ছিল তার।
রোনালদোর বর্তমান বান্ধবী লকস ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, ‘এই মুহূর্ত বর্ণনা করার জন্য কোনো শব্দ হয় না। আমার জীবনের নতুন একটি পর্ব শুরু হচ্ছে এবং এর সঙ্গে মহান দায়িত্বও জড়িয়ে।
আমার ৩০ বছরের জীবনে ভেবেছি, এই মুহূর্ত একদিন আসবে। এখন সেই মুহূর্ত উপস্থিত। আমার ভেতরে এখন অপরিসীম সুখ।’