English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে তো?

- Advertisements -

২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে তো ব্রাজিল? সেই প্রশ্নের উত্তর কিছুটা নির্ভর করছে পরিসংখ্যানের ওপর। ভেনিজুয়েলার সঙ্গে ড্র করার পরও ১৭ পয়েন্ট নিয়ে তারা লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। হাতে রয়েছে এখন পর্যন্ত ৭টি ম্যাচ।

এর মধ্যে আরও চারটি ম্যাচে জয় পেলেই পাঁচবাররে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। যেটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপের টিকিট কাটার পথে এগিয়ে যাবে আরেক ধাপ।

তবে ব্রাজিলের জন্য এবার পথটা কিছুটা সহজ। কারণ, ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বেড়েছে। এবার ৬টি দল সরাসরি মূল পর্বে খেলবে এবং সপ্তম দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে। পূর্বে এ অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপে জায়গা। যেহেতু দল বৃদ্ধি পেয়েছে তাই এবার তুলনামূলক কম পয়েন্টেও শীর্ষ ৬-এ থাকা সম্ভব।

আবার ব্রাজিলকে কিছুটা চাপে থাকতে হবে, বিশেষ করে পরবর্তী কঠিন ম্যাচগুলোতে জয় তুলে নেয়া জরুরি।

তবে এখন পর্যন্ত, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য মেগা ইভেন্টে নিজেদের অবস্থান নিশ্চিত করার পথে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন