নাসিম রুমি: সুপার কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সৌদি প্রো লিগের শীর্ষস্থানও দখলে নেই আল-নাসরের। সর্বশেষ কিং কাপও হাতছাড়া হয়ে গেছে। চলতি মৌসুমে ট্রফিহীন থাকাটা এখন অনেকটাই নিশ্চিত আল-নাসরের। এদিকে, ক্লাবের একের পর এক ব্যর্থতার মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন আল-নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার। খবর সৌদি গেজেটের।
গেল বছরের শেষ দিকে রেকর্ড দামে রোনালদোকে দলে ভেড়ায় আল-নাসর। ইউরোপ থেকে মরুর দেশে পর্তুগিজ সুপারস্টারকে উড়িয়ে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল আল-নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের। তবে বড় তারকাকে ক্লাবে নিয়ে তেমন সাফল্য পায়নি তারা। উল্টো একের পর এক ট্রফি হাতছাড়া হচ্ছে সৌদির অন্যতম শীর্ষ এই ক্লাবটির। এমনই পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্লাব সভাপতি।
প্রতিবেদন বলছে, নিয়ম অনুযায়ী সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং আল নাসরের বর্তমান পরিচালকদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুয়াম্মার। তার পদত্যাগপত্র গ্রহণ করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগ দিতে পারে ক্লাবটি।