কাতার বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১১ জুন মেসি-নেইমারের লড়াই দেখবে ফুটবল বিশ্ব।
ভিক্টোরিয়ান ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা নিশ্চিত করেছেন ল্যাটিন আমেরিকার দেশ দুটি মাঠে নামবে। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। দু-দলের সেরা সব ফুটবলাররা ম্যাচে উপস্থিত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
‘আমাদের প্রত্যাশা আলোচনার ভিত্তিতে, মেসি-নেইমারের মতো খেলোয়াড়রা এখানে থাকবে। আমরা শতভাগ নিশ্চিত হতে পারি না। তবে আমাদের বলা হয়েছে বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ে নামার আগে এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।’
এর আগে ২০১৭ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে প্রায় লক্ষাধিক সমর্থকের উপস্থিতিতে ১-০ তে জয় তুলেছিল আলবিসেলেস্তেরা।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ফুটবলাররা করোনা প্রটোকল না মানায় ম্যাচ শুরু হওয়ার খানিক পর ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবে বাতিল হয় ম্যাচটি।