ইনজুরিতে থেকে ফেরা লিওনেল মেসি ইন্টার মায়ামির শুরুর একাদশেও ফিরলেন। তবে দলের বিপর্যয় ঠিকই হলো। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার-ফাইনালে সিএফ মন্তেরেইয়ের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে উড়ে গেল মায়ামি। যেখানে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে আসরটি থেকে বিদায় নিল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয় দুদল। এর আগে প্রথম লেগে মেসিকে ছাড়া খেলতে নেমে ২-১ গোলে হেরেছিল মায়ামি।
আজ মন্তেরেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর একাদশে নেমে পূর্ণতা পায় মেসির ফেরা। কিন্তু এ দিন জ্বলে উঠতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। উল্টো ৩১তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। মন্তেরেইয়েরকে এগিয়ে দেন ব্র্যান্ডন ভাসকেস।
পরে দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে মেসিদের বিদায় নিশ্চিত করে দেয় মন্তেরেই। মায়ামির হতাশাকে বাড়িয়ে ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জর্দি আলবা। ৮৫তম মিনিটে দিয়েগো গোমেস একটি গোল করেন মায়ামির হয়ে। তবে লড়াইয়ের ফয়সালা ততক্ষণে হয়েই গেছে।