উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের ফাইনালে উঠে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ছিঁটকে গেলেন মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত রাবিওকে আইসোলেশনে রাখা হয়েছে। দলের সঙ্গে ফাইনাল খেলতে তুরিন থেকে মিলানে যাওয়া হচ্ছে না তার।
দ্বিতীয়বারের মতো আয়োজিত নেশন্স লিগের শিরোপা লড়াইয়ে রবিবার স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।