English

23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

- Advertisements -

নাসিম রুমি: আগের দিন ইউক্রেনকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ব্রাজিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে জয় পেল লাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনাও।

ফ্রান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।

ফিফা ফুটসাল বিশ্বকাপে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শিরোপা দখলের লড়াইয়ে আগামী ৬ অক্টোবর ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

এদিন ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই আর্জেন্টিনাকে লিড এনে দেন কেভিন অ্যারেইতা। দুই মিনিট পর ফ্রান্সকে সমতায় ফেরান নিকোলাস মেনেনদেজ। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আনহেল ক্লওদিনোর কল্যাণে অষ্টম মিনিটে আবার লিডে ফেরে আর্জেন্টিনা।

এরপর গোলের জন্য দুদলের মধ্যেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু কেউই সাফল্যের দেখা পায়নি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের ২০ মিনিট শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধর পঞ্চম মিনিটে গোল করে ফ্রান্সকে আবার সমতায় ফেরান মামাদো তোউরে। এরপর দুদলই একের পর এক গোলের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু জালের দেখা পাচ্ছিল না কেউই।

অনেক চেষ্টা শেষমেশ ম্যাচের তিন মিনিট বাকি থাকতে আর্জেন্টিনার মুখে হাসি ফোটান কেভিন অ্যারেইতা। ৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় নিয়ে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। গত আসরেও ফাইনাল খেলেছিল তারা। শিরোপার মঞ্চে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন