নাসিম রুমি: এপ্রিলের ২২ তারিখ মাদ্রিদে বসবে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের ২৫তম আসর। সাতটি ক্যাটাগরিতে বিশ্ব ক্রীড়াঙ্গণের ২০২৩ সালের গুণী ক্রীড়াবিদদের হাতে উঠে সম্মাননা। তার আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে।
স্পোর্টসম্যান অফ দ্যা ইয়ার এর পুরস্কার গতবার জিতেছিলেন লিওনেল মেসি। বিশ্বের এ মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা একমাত্র ফুটবলারও তিনি। দুইবার এ খেতাব জেতার পর এবারও মনোনয়ন তালিকায় আছেন মেসি। তার সঙ্গে আছেন আর্লিং হালান্ড, নোভাক জকোভিচ, সুইডেনের অ্যাথলেট মোন্ডো ডুপ্লানটিস, যুক্তরাষ্ট্রের অ্যাথলেট নোয়াহ লাইলস ও ডাচ মোটর রেসার ম্যাক্স ভারস্ত্যাপেন।
গতবার স্পোর্টসউইম্যান অফ দ্যা ইয়ার এর পুরস্কার জেতেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। এবারের মনোনয়ন তালিকায় আছেন অ্যাথলেটিকসের তিনজন- যুক্তরাষ্ট্রের শা’ক্যারি রিচার্ডসন, জ্যামাইকার শেরিকা জ্যাকসন ও কেনিয়ার ফেইথ কিপইয়েগন। পোলিশ টেনিস তারকা ইগা শোয়ানতেক, যুক্তরাষ্ট্রে স্কি খেলোয়াড় মিকায়েলা শিফ্রিন ও স্প্যানিশ ফুটবলার আইতানা বোনমাতি।
এছাড়াও ‘ওয়ার্ল্ড টিম অফ দ্যা ইয়ার’, নবাগত ক্রীড়াবিদদের মধ্য থেকে ‘ব্রেকথ্রু অফ দ্যা ইয়ার’, ‘কামব্যাক অফ দ্যা ইয়ার’, প্রতিবন্ধিতাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ‘স্পোর্টসপারসন অফ দ্যা ইয়ার উইথ ডিজাবিলিটি’ ‘অ্যাকশন স্পোর্টসপারসন অফ দ্যা ইয়ার’ এবং ‘লরিয়াস স্পোর্ট ফর গুড’ বিভাগগুলোতেও সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে।
মাদ্রিদের স্থাপত্যশিল্পের ঐতিহ্যের স্মারক প্যালাসিও দি সিবেলেসে আয়োজিত হবে আসর। এতে উপস্থিত হবেন ক্রীড়াঙ্গণের তারকা-মহাতারকারা।