English

29 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

পদত্যাগ করলেন ব্রাজিল কোচ তিতে

- Advertisements -

ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এর পরপরই পদত্যাগের ঘোষণা দিলেন ব্রাজিলের প্রধান কোচ তিতে। এমনটাই দাবি করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুক্রবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

স্কাই স্পোর্টস, ডেইলি মেইল, গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো জানিয়েছে, ম্যাচ শেষের ঘণ্টা দুয়েকের মধ্যে তিতে ব্রাজিল  কোচের পদ থেকে সরে দাঁড়ান।  তিতের বিদায়ী মন্তব্য তুলে ধরে স্কাই স্পোর্টস, ‘যেমনটা আমি আগেই বলেছি, আমার চক্র শেষ। আমি এটা বছর দেড়েক আগেই বলেছিলাম। নিজের দেওয়া কথা রেখেছি আমি। ’

২০১৬ সালে দুঙ্গার জায়গায় ব্রাজিলের কোচ হওয়া তিতে আরও বলেছেন, ‘আমার বিদায় নিয়ে এখন কোনো নাটক বের করা ঠিক হবে না। আমি তো এ কথা দেড় বছর আগেই বলেছি। আমার জায়গা নেওয়ার জন্য আরও ভালো পেশাদার লোক আছেন। এখানে বিশ্লেষণ করার মতো অনেক কিছুই থাকবে। কিন্তু আমার চক্র শেষ। ‘

নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ১১৭ মিনিটে ব্রুনো পেতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই পেনাল্টি শ্যুটআউটেই হার মানে ব্রাজিল। এই নিয়ে টানা পাঁচ আসরের নক-আউট পর্বে ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিল ল্যাটিন আমেরিকার দলটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন