English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

নিজেদেরই দুষলেন লিওনেল মেসি

- Advertisements -

এই হতাশাটা যেন আর্জেন্টিনার যেন সঙ্গী হয়ে গেছে। দারুণ খেলে এগিয়ে যাওয়া, তারপর গোল হজম করে ড্র। গত কয়েক ম্যাচে নিয়মিতই এমন অস্বস্তিতে পড়ছে লিওনেল মেসির দল।

সোমবার রাতে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও এর ব্যত্যয় ঘটলো না। চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও একবার গোল হজম করে হাতছাড়া করলো জয়।

অথচ ম্যাচে বল পজিশন প্রায় সমানে সমান (আর্জেন্টিনা ৪৯ ভাগ, চিলি ৫১) থাকা মেসির দল বেশ এগিয়ে ছিল আক্রমণে। আর্জেন্টিনা যেখানে ১৮টি শট নিয়েছে, চিলি নিয়েছে মাত্র ৫টি।

তবে আর্জেন্টাইনদের ওই ১৮ শটে লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে চিলির ৫ শটে ৪টিই লক্ষ্যে, একটি আবার গোল।

ম্যাচের পর তাই হতাশাটা গোপন করতে পারেননি মেসি। আর্জেন্টাইন খুদেরাজ বলেন, ‘আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি। বলের নিয়ন্ত্রণ ছিল না আমাদের।’

দলের হেড কোচ লিওনেল স্কালোনি অবশ্য বললেন ভিন্ন কথা। তার দাবি, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো। যাই হোক, খুব কঠিন একটা টুর্নামেন্টের এটা শুরু মাত্র।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন