English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

দেশের জার্সিতে নামছেন মেসি-রোনালদোরা

- Advertisements -

নাসিম রুমি: কাতার বিশ্বকাপের পর ক্লাবের খেলায় ব্যস্ত সময় কাটিয়েছেন ফুটবলাররা। প্রায় তিন মাস পর আবারও তারা আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। স্বপ্নের মতো শেষ করা বিশ্বকাপের পর লিওনেল মেসিরা দেশে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেকেই পৌঁছে গেছেন ম্যাচের ভেন্যুতেও। একইসঙ্গে নিত্য নতুন দায়িত্ব নিয়ে এবারের মাঠে দেখা যাবে তারকা-মহাতারকাদের। বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর ভরসা রেখেছে পর্তুগাল ফুটবল। একইসঙ্গে ফরাসিদের নেতৃত্বভার পেয়েছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে নেইমারকে ছাড়াই ব্রাজিল মাঠে নামবে।

চলতি মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ পানামার বিরুদ্ধে খেলবে তারা। পরবর্তী ম্যাচ ২৮ মার্চ। প্রতিপক্ষ কিরাসাও। দেশের মাটিতে অনুষ্ঠেয় দু’টি ম্যাচই মেসির খেলার কথা রয়েছে। প্রীতি ম্যাচ খেলতে তারা ইতোমধ্যেই আর্জেন্টিনায় গেছেন।

এদিকে, ইউরো কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবে রোনালদোর পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে রোনালদো খেলতে নামবেন। তার সঙ্গে কথা বলেই তাকে ইউরো কাপের দলে রেখেছেন পর্তুগিজ কোচ। মেসিদের একই সময়ে তাদেরও দু’টি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে পর্তুগাল। তিনদিন পরই তারা লুক্সেমবার্গের মুখোমুখি হবে।

অন্যদিকে, ইনজুরিতে থাকা নেইমারকে ছাড়া বেশ আলোচিত একটি দল ঘোষণা করেছে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ রামন মেনেজেস। দলে তরুণ ও সম্ভাবনাময়ী অনেক ফুটবলারকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। একইসঙ্গে বিশ্বকাপ স্কোয়াডের অনেক ফুটবলারকে দলে না রাখায় সমালোচনার মুখে পড়েছেন কোচ। ২৬ মার্চ তারা মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে।

এছাড়া ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়ার মতো দেশও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন