English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি

- Advertisements -

নাসিম রুমি: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়ে। মারাত্মক মানবিক বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। এমন হৃদয়বিদারক ঘটনায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বাক্ষরিত জার্সি তোলা হচ্ছে নিলামে। রোনালদোর এই জার্সিটি নিলামে তুলছেন তুরস্ক জাতীয় দলের ফুটবলার ও জুভেন্টাসে থাকাকালে রোনালদোর ক্লাব সতীর্থ মেরি ডেমিরাল।

জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের সংগ্রহে থাকা রোনালদোর অটোগ্রাফ সম্বলিত জুভেন্টাসের জার্সিটি নিলামে তুলতে অনুমতির জন্য রোনালদোর সঙ্গে যোগাযোগ করেন মেরি ডেমিরাল।

এক টুইট বার্তায় ডেমিরাল লিখেন, ‘আমি এইমাত্র রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি তুর্কিতে ঘটে যাওয়া ঘটনার জন্য খুবই দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি আমার ইচ্ছায় সম্মতি দিয়েছেন। এরপরই তার অটোগ্রাফ দেয়া জার্সিটি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ভূমিকম্প প্রবণ এলাকায় ব্যবহার করা হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন