English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ডি মারিয়ার পেনাল্টি মিসে বিদায় বেনফিকার

- Advertisements -

নাসিম রুমি: ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। লিলির বিপক্ষে টাইব্রেকারে জোড়া শট ফিরিয়েছেন তিনি। তার দলও উঠেছে সেমিফাইনালে।

কিন্তু ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ডি মারিয়ার নামের পাশে ‘খলনায়ক’ শব্দই বসছে। কারণ টাইব্রেকারে শট নিয়ে মিস করেছেন তিনি। তার দলও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।

বৃহস্পতিবার রাতের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স ক্লাব মার্সেই। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে প্রথম শটই মিস করেন বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে পরে ম্যানইউ-পিএসজি ঘুরে ঘরে ফেরা ডি মারিয়া। ঘরের মাঠে খেলা মার্সেই শুরুর ৪ শটেই গোল করে। অন্য দিকে বেনফিকার অ্যান্তোনিও সিলভা চতুর্থ শটটি মিস করায় মার্সেই ৪-২ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট কাটে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন