English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

চার গোল দিয়ে পাঁচশ ছাড়ালেন রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে আল নাসরের হয়ে ৪ গোল করে পাঁচশ ছাড়ান এ তারকা ফুটবলার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আল নাসর ৪-০ গোলে পরাজিত করেছে আল ওয়াহেদকে। ম্যাচ দিয়ে পাঁচশ গোলের মাইলফলক অতিক্রম করেছেন সিআরসেভেন।

দীর্ঘ দিন যাবত বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী সুপার স্টারের গোল সংখ্যা একন ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ টি লিগ গোল করেন রোনালদো। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম ক্লাব হিসেবে বর্তমানে আল নাসরে খেলছেন রোনালদো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচের ২১ মিনিটে বাঁ পায়ের জেড়ালো শটে লক্ষ্যভেদের মাধ্যমে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। বিরতিতে যাবার আগে ডান পায়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে ব্যবধান ২-০ গোল করেন তিনি। বিরতি থেকে ফেরার আট মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ম্যাচের বয়স ঘন্টার কাটা পেরুনোর পরপর চতুর্থ গোলটি করেন পর্তুগাল সুপারস্টার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

হাসুন, হাসিতে ভালো থাকুন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন