English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

এমবাপ্পেকে বরণ করতে নবরূপে সেজেছে বার্নাব্যু

- Advertisements -
আজ সান্তিয়াগো বার্নাব্যু সেজেছে নবরূপে। লকার রুম থেকে স্টেজ। সব জায়গায় বিশেষ সাজ। তৈরি করা হয়েছে বিশেষ ক্যাটওয়াক, যার দুই পাশে থাকবে আতশবাজির ব্যবস্থা।
মিউজিকের ব্যবস্থা করা হয়েছে স্টেজে। চলবে লাইভ। বরণ করা হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। আজ স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এমবাপ্পের প্রেজেন্টেশন।
রাজসিক আয়োজনে সেরা তারকাকে বরণ করতে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। বরণের এই আয়োজনে টিকিট রাখা হয়েছে বিনা মূল্যে। উপস্থিত থাকবেন ৮৫ হাজার ভক্ত। এর আগে ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করতে সেবার উপস্থিত হয়েছিল ৮০ হাজার সমর্থক।
এবার সে রেকর্ডকেও ভেঙে দিচ্ছে।আভিজাত্যের সাদা পোশাকে ৯ নম্বর জার্সি পরে ধীরপায়ে বার্নাব্যুতে প্রবেশ করবেন এমবাপ্পে। দুই পাশে আতশবাজির রঙির আলোর আলোকছটায় আলোকিত হবে চারপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে ‘হালা মাদ্রিদ ই নাদা মাস’। এরপর হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন।
দেখাবেন তার ফুটবলীয় কারিকুরি। তার ফুটবলশৈলীতে মুগ্ধ করবেন ভক্তদের। নিয়ম মেনে আগের ধারাবাহিকতায় বল ছুড়ে মারবেন দর্শকদের পানে। এভাবে চলবে বেশ কিছুটা সময়। 

এভাবে অবসান হবে ভক্তদের অপেক্ষার। দীর্ঘ অপেক্ষার পর যে অবশেষে এমবাপ্পে আসলেন রিয়ালে। মাঝে কেটেছে কত মিনিট ঘণ্টা সপ্তাহ মাস বছর। হলেন আভিজাত্যের সাদা পোশাকের একজন। এবার শুধু বরণের আনুষ্ঠানিকতার পালা।

তবে রিয়ালের হয়ে মাঠে এমবাপ্পেকে দেখতে আরো অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। সব ঠিকঠাক থাকলে ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন