English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ই-স্পোর্টস বিশ্বকাপে অংশ নিচ্ছেন নেইমার

- Advertisements -
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার। গেল কোপা আমেরিকায়ও ব্রাজিল দলে দেখা যায়নি তাকে। সেই নেইমার এবার ফুটবল নয়, অন্য বিশ্বকাপ খেলতে নামছেন। সব ঠিক থাকলে নেইমারকে ই-স্পোর্টস বিশ্বকাপে খেলতে দেখা যাবে।
একটি প্রদর্শনী লড়াইয়ে অংশ নেবেন তিনি।সৌদি আরবে এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার তা থেকে দূরে থাকতে পারেননি। এমনিতেই তিনি গেমিং ভালোবাসেন।

ফুটবল খেলার ফাঁকে প্রায়ই গেম খেলতে দেখা গিয়েছে তাকে। এবার তিনি বিশ্বকাপেও একটি প্রদর্শনী লড়াই খেলবেন।

নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন বলে জানা গেছে । অনেকেই বলা শুরু করেছেন যে ফুটবল ছেড়ে নেইমার বোধ হয় পাকাপাকিভাবে গেমিংয়ে নামছেন।

তবে ব্রাজিলের ফুটবলারের তরফ থেকে সে রকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলেন নেইমার। তবে প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টে চোট লেগেছে তার। সেই চোট সারতে এমনিতেই বছরখানেক লেগে যায়।

ফলে নেমার কবে মাঠে নামতে পারবেন, তা বোঝা যাচ্ছে না এখনই।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন