লন্ডন স্টেডিয়াম থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে লিভারপুল।
মাঝবিরতির বাঁশি বাজার ঠিক আগে ওয়েস্ট হামকে এগিয়ে নেন জ্যারোড বাউয়েন। বিরতির পর খেলা শুরু হলে অ্যান্ডি রবার্টসনের গোলে সমতা ফেরানোর পর আলফনসো অ্যারিয়োলার আত্মঘাতী গোলে এগিয়েও গিয়েছিল লিভারপুল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না তাদের।
মাঝবিরতির বাঁশি বাজার ঠিক আগে ওয়েস্ট হামকে এগিয়ে নেন জ্যারোড বাউয়েন। বিরতির পর খেলা শুরু হলে অ্যান্ডি রবার্টসনের গোলে সমতা ফেরানোর পর আলফনসো অ্যারিয়োলার আত্মঘাতী গোলে এগিয়েও গিয়েছিল লিভারপুল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না তাদের।
মিখাইল এন্টোনিওর গোলে সমতা ফেরায় ওয়েস্ট হাম। ৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৪, সমানসংখ্যক ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্টের মালিক ম্যানচেস্টার সিটি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিছুদিন আগেও চার শিরোপা হাতছানি ছিল লিভারপুলের।