English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আবারও হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে

- Advertisements -

ম্যানচেস্টার সিটির হয়েছে কী? কোচ পেপ গার্দিওলাও সম্ভবত এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন। হারের বৃত্তে ঘুরপাক খেয়েই যাচ্ছে তারা।

এবার প্রিমিয়ার লিগে তাদের ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।

কোচিং ক্যারিয়ারে এতোটা বাজে সময় কখনো কাটাননি গার্দিওলা। সবশেষ ১২ ম্যাচে এনিয়ে ৯ বার হারের মুখ দেখলেন তিনি। জয় পেয়েছেন কেবল একটি। সেই জয়ের পর টানা তিন হার দেখতে হলো তাকে।

গার্দিওলাকে হতাশায় নুইয়ে দিতে কেবল ১৬ মিনিট সময় লাগে অ্যাস্টন ভিলার। ইউরি তিলেমাসের থ্রু পাসে বল পেয়ে যান মরগান রজার্স। তার নিঃস্বার্থ পাসে ভিলা পার্ককে উল্লাসের জোয়ারে পরিণত করেন জন দুরান।

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রজার্স। অধিনায়ক জন ম্যাকগিনের পাস থেকে নিচু শটে জাল কাঁপান তিনি। গার্দিওলা তখনই যেন বুঝে গিয়েছিলেন হার অবশ্যম্ভাবী। যদিও যোগ করা সময়ের শেষ মিনিটে একটি গোল শোধ দেন ফিল ফোডেন। তাতে অবশ্য ভিলা ডিফেন্ডার লুকাস ডিগনের ভুলের দায়ই বেশি।

এই হারের ফলে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেল সিটি। ১৭ ম্যাচে ৮ জয়ে ২৭ পয়েন্ট তাদের। তাই লিগ শিরোপার জন্য লড়াই করা আরও কঠিন হয়ে গেল গার্দিওলার জন্য। এদিকে এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে আছে ভিলা। শীর্ষস্থান যথারীতি ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট পাওয়া লিভারপুলের দখলে। এক ম্যাচ বেশি খেলে ও দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে চেলসি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন