গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার হয়ে উঠেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ২৩৯ ম্যাচ খেলে ১৫৩টি গোল করেছেন। নিজে গোল করে ১৪ বছর পর লিভারপুলকে এনে দিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা। সেই সালাহর সঙ্গে এখন চুক্তি নবায়ন করা নিয়ে দেনদরবার চলছে লিভারপুলের।
লিভারপুলের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘লিভারপুলের অবশ্যই সালাহর সব দাবি মেনে নেওয়া উচিত। আর সালাহ হলে আমি লিভারপুলে থাকতাম। এখানে সে বেশি অর্থ পাবে। সাদিও মানের পাশাপাশি সেই ক্লাবের সেরা খেলোয়াড়, এবং দুজনে মিলে তারা অনেক শিরোপা জিতবে। সালাহরও বোঝা উচিত সে আফ্রিকান। তাই তার সঙ্গে কখনো ইউরোপিয়ানদের মতো আচরণ করা হবে না। এবং তারা অন্যদের মতো সেরা চুক্তি তাকে কখনোই দেবে না। আমি যখন লিভারপুলে ছিলাম, তখন আমার সঙ্গেও এটা হয়েছিল। আমাকে জাতীয় দলের ম্যাচ খেলতে যেতে মানা করত।’