English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অবসরের সিদ্ধান্ত ঈশ্বরের ওপর ছেড়ে দিলেন মেসি

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারে প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এই অর্জনের আগে তাকে শুনতে হয়েছে নানা সমালোচনা।

সেই দিনগুলির কথা মনে করালেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সঙ্গে জানালেন নিজের অবসরের কথাও।

জাতীয় দলের জার্সিতে খুব কঠিন সময় পার করে এসছেন মেসি। তখন দেশকে শিরোপা জেতাতে চেস্টা করেও পারছিলেন না।

টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হারের পাশাপাশি ২০১৪ বিশ্বকাপ ফাইনালে উঠেও হেরেছেন। তবে এরপর থেকে পাল্টাতে থাকে সবকিছুই। কিন্তু আগের কথাগুলো স্মরণ করলেন মেসি। আর্জেন্টিনার টিভি চ্যানেল টিভি পাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানান ৩৬ বছর বয়সী তারকা।
মেসি বলেন, ‘আমরা সেসময় অনেক বেশি সমালোচনার শিকার হয়েছিলাম। সবকিছু থেকেও বেশি। কারণ তারা ফুটবলের বাইরের বিষয়গুলো নিয়েও কথা বলতো। তারা সম্মান না দেওয়ার লিমিট ক্রস করে ফেলেছে, যেটা ঠিক ছিল না। আমার পরিবার বিষয়গুলো নিয়ে কষ্ট পেতো অনেক, যদিও আমাকে তারা বলতো না কিছুই। ’

এত সমালোচনার পরও মেসি ছাড়েননি জাতীয় দল। উল্টো লড়ে গিয়ে জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপের শিরোপা। তবে সেসময় পাওয়া এসব সমালোচনার পর বলাই যাচ্ছিল, বিশ্বকাপ না জিতলে হয়তো অবসরেই যেতেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। যদিও অবসরে এখনই যাচ্ছেন না মেসি, তবে ইঙ্গিত দিলেন খুব শিগগিরই বিদায় নেওয়ার।

অবসরের প্রশ্নে মেসি বলেন, ‘আমি জানি না কবে। আমার মনে হয় এটা যখন হওয়ার তখনই হবে। সবকিছু জেতার খুব বেশি সময় পার হয়নি। এখন সময়টা উপভোগের। সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন, কখন অবসরের সঠিক সময়। কিন্তু যুক্তিতে যেটা আসে, আমার বয়সে তাকিয়ে বলতে পারি, শিগগিরই সেই সময়টা আসবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না সেটা কখন। ’

দুঃসময়ের কথা ভুলে মেসি এখন উপভোগই করতে চান কেবল। তার ভাষ্য, ‘আপাতত প্রতিটি দিনই উপভোগের কথা ভাবি। জাতীয় দলের হয়ে আমরা খুব কঠিন সময় পার করেছি। সৌভাগ্যবশত কোপা আমেরিকা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছি। সময়টা তাই এখন উপভোগের। ’

টিভিতে দেওয়া সাক্ষাৎকারে মেসি কথা বলেন সদ্য যোগ দেওয়া ক্লাব ইন্টার মায়ামিকে নিয়েও। সেখানে যোগ দিয়ে খুব খুশি তিনি। আগামী ২১ জুলাই গোলাপি জার্সিতে অভিষেক হতে পারে তার। আরও একটি সম্ভাব্য তারিখ হচ্ছে ২৫ জুলাই। সেদিন একই মাঠে মেক্সিকান ক্লাব আতলান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন