English

27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অটোগ্রাফ চাইলে কাউকে নিরাশ করেন না মেসি

- Advertisements -

আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সাধারণ মানুষের কাছে ‘দুর্লভ’ একজন। কিন্তু সত্যিই কি তাই? সবার কাছেই কি মেসি দুর্লভ? বিশ্বজুড়ে তার যে তুমুল জনপ্রিয়তা- সেটা সামলানো যেন তার কাছে ডালভাত। খোদ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন এই তথ্য। মেসি যেভাবে তার জনপ্রিয়তার বিড়ম্বনা সামলে চলেন, সেটা স্কালোনিকে অবাক করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘এখনকার বাচ্চারা তো সহজেই আবদার করে বসে। লিও তাতে সাড়া দেয়। কারণ সে পা মাটিতে রেখে চলা মানুষ। রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় কেউ অটোগ্রাফ চাইলে আমি হয়তো এক, দুই বা বেশি হলে পাঁচটা দেব। তবে সেটিও কখনো কখনো। আর সে প্রতিদিন এবং প্রতিটি ছুটির দিনে এটি করে আসছে। ‘

তিনি আরও বলেন, ‘সে আমাদের মতো করে জীবন কাটাতে পারে না। ডাইনিংয়ে গেলে সবার নজর তার দিকে ঘুরে যায়।  বাবুর্চি, কিটম্যান সবাই তাকে দেখে। তারা সবাই তাকে চেনে, কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে না…. তাদেরকে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা সামলাতে হয়। লিও যেভাবে এটা সামলায়, তা অবিশ্বাস্য! এজন্য আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। ‘

এবারের বিশ্বকাপে মেসির জন্য বার্তাও দিয়েছে স্কালোনি, ‘তাকে বিশ্বকাপটা উপভোগ করতে হবে। মাঠে ভালো সময় কাটাতে হবে এবং আমরা যেমনটা প্রত্যাশা করি, সেভাবেই সে খেলবে। শুধু বলব- উপভোগ কর। এটা ছাড়া তাকে আর কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। দলের মাঝেও তার গ্রহণযোগ্যতা দারুণ। আমি সেরাদের বিপক্ষে খেলেছি। তবে তার মতো কাউকে দেখিনি। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন